চট্টগ্রাম অঞ্চলের সাতটি মেডিকেল কলেজের দুই দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শীর্ষক সাংস্কৃতিক প্রতিযোগিতা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ, কক্সবাজার মেডিকেল কলেজ, রাঙামাটি মেডিকেল কলেজ, ইনস্টিটিউট অব এপ্লাইড হেলথ সাইন্সেস, চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ও মেরিন সিটি মেডিকেল কলেজ অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে ৮টি বিষয়ের উপর ১৩৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন।
এতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রোকসানা আহমেদ প্রধান অতিথি থাকবেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন ও চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুর রব।