চমেকে চিকিৎসাধীন অসহায় রোগীকে আর্থিক সহায়তা

| রবিবার , ২৩ অক্টোবর, ২০২২ at ১০:৫৩ পূর্বাহ্ণ

সামাজিক ও মানবিক সংগঠন প্রিয় বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে আনোয়ারা উপজেলার গুজরা গ্রামের সুলতান আহমেদের ছেলে মামুনের চিকিৎসার জন্য উনার স্ত্রীর হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়েছে। গাছ থেকে পড়ে কোমর ভেঙে যাওয়ায় চিকিৎসায় বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন দেখা দেয়।

প্রিয় বাংলাদেশ পরিবারের সাথে যোগাযোগ করলে তৎক্ষণাৎ প্রধান উপদেষ্টা লায়ন আব্দুল মান্নানের নির্দেশে নগদ অর্থ সহায়তা প্রদানের সিদ্ধান্ত হয়। এ সময় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা লায়ন আব্দুল মান্নান, উপদেষ্টা লায়ন মো. সেলিম, প্রতিষ্ঠাতা এডমিন লায়ন জাহেদুল করিম বাপ্পী, লায়ন চৌধুরী আনোয়ারুল আজিম মাসুদ ও সদস্য জিয়াউল হক জিয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪০নং ওয়ার্ডে খাল ও নালা পরিস্কার কার্যক্রমের উদ্বোধন
পরবর্তী নিবন্ধসারোয়াতলী আ’লা হযরত (রহ.) স্মৃতি সংসদের যুগপূর্তি অনুষ্ঠান