চট্টগ্রাম মেডিকেল কলেজে পালিত হয়েছে ‘ওয়ার্ল্ড এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ–২০২৪’। এ উপলক্ষে গতকাল চমেকের নতুন একাডেমিক ভবনের কনফারেন্স হলে ‘অ্যাকশন এগেইনস্ট এন্টিমাইক্রোবিয়াল রেজিসটেন্ট ওয়ান হেলথ’ উত্থাপনের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চমেক মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক ডা. রিজওয়ানা নুসরাত চৌধুরীর সঞ্চালনায় এবং চমেক ডেন্টাল ইউনিটের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল বিভাগের প্রধান ডা. মনোজ কুমার বড়ুয়ার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুস সাত্তার, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেসেস বিশ্ববিদ্যালয়ের ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. আহসানুল হক, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেসেস বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আহমাদ আল নাহিদ, চমেক হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী, চট্টগ্রাম সমুদ্র বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক ড. মোহাম্মদ শাহ আলম এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডা. রেহনুমা উর্মি। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন চমেক মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রিপন বড়ুয়া, চমেক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাবীব হাসান এবং চমেকের ডেন্টাল ইউনিটের ডেন্টাল ফার্মাকোলজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ মোর্শেদ আলম। সেমিনারে বক্তারা বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধের বিরুদ্ধে কর্মসূচি বাস্তবায়ন করতে হলে সবার সম্মিলিত প্রক্রিয়া একক স্বাস্থ্য পদ্ধতির প্রয়োজন।