চমেকে ইন্টারনাল মেডিসিন ডে

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৮:৫৭ পূর্বাহ্ণ

যেকোনো জটিল রোগে ইন্টারনাল মেডিসিনের চিকিৎসকই অপরিহার্যএই প্রতিপাদ্যে ইন্টারনাল মেডিসিন ডে উদযাপিত হয়েছে। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) শাহ আলম বীর উত্তম মিলনায়তনে মেডিসিন বিভাগ এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন চট্টগ্রাম শাখার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. গোফরানুল হক, অধ্যাপক ডা. এম এ হাসান চৌধুরী, অধ্যাপক ডা. উজ্জল কান্তি দাশ, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন ও চমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুর রব। মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এনশাদ একরামুল্লাহর সঞ্চলানায় মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুস সাত্তার এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন চট্টগ্রাম শাখার আহ্বায়ক ও চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. এ এস এম জাহেদ ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. হাবীব হাসান। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের ফ্যাকাল্টি, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার, পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি, অনারারি মেডিকেল অফিসার, ইন্টার্ন ডক্টরস এবং নার্সিং স্টাফরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিগত কোভিড১৯ মহামারী, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য জনগুরুত্বপূর্ণ রোগের মোকাবেলায় ইন্টারনাল মেডিসিনের ডাক্তারদের ভূমিকা নিয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে দিবসের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন বর্ণিল প্লে কার্ড প্রদর্শন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিগ ব্যাং :মহাবিশ্বের অসীম রহস্য
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু