চমেকের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

| বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩২ পূর্বাহ্ণ

৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক)। গতকাল বুধবার সকাল ৯টায় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন। এতে অংশ গ্রহণ করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের শিক্ষকশিক্ষার্থীরা। খবর বাংলানিউজের।

পরে শাহ আলম বীর উত্তম মিলনায়তনে কেক কাটা, শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সাল ইকবাল চৌধুরী, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. সেলিম মো. জাহাঙ্গীর, প্রাক্তন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হাফিজুল ইসলাম, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ মনোয়ার উল হক, সাধারণ সম্পাদক ডা. প্রণয় কুমার দত্ত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাণিজ্যিক কৃষি বিকাশের লক্ষ্যে ইউসিবির কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধআইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের ১০ম সভা