চমেকের গাইনি ওয়ার্ড থেকে ফের ২ দালাল আটক

আজাদী অনলাইন | সোমবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দালাল থেকে ফের ২ দালাল ধরে থানায় পাঠিয়েছে কর্তৃপক্ষ। চমেকের গাইনি ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়। সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে তাদেরকে আটক করা হয়।

আটকদালালরা হলেন— নোয়াখালী মাইজদী এলাকার আবুল হোসেনের ছেলে সফিক (৪০) এবং পটিয়ার কেলিশহর সেন বাড়ি এলাকার সুশীলের ছেলে নোভা প্রবির (৫০)। তারা নগরের লাজ ফার্মা নামের একটি প্রতিষ্ঠানের কর্মচারী।

এ বিষয়ে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গাইনি ওয়ার্ডে বসানো সিসি ক্যামেরা দেখে হাসপাতাল কর্তৃপক্ষ দুই দালালকে আটক করে। পরে তাদের পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঘরছাড়া নিঃসন্তান গীতা বিশ্বাসের পাশে জেলা প্রশাসন
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটায় ৪ জনের কারাদণ্ড