চিলড্রেন লিওকেমিয়া এসিস্ট্যান্স সাপোর্ট এণ্ড সার্ভিসেসের (ক্লাশ) উদ্যোগে গতকাল শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ব্লকে ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ক্লাশের কো-চেয়ারম্যান ও বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডা. রওনক জাহানের নেতৃত্বে এ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য ওষুধ সামগ্রী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-শিশু ওয়ার্ডের সিনিয়র চিকিৎসক ডা. রেজাউল করিম, ক্লাশের সাধারণ সম্পাদক এ.এম. মহিউদ্দিন, নির্বাহী পরিচালক নিয়াজ উদ্দীন, পরিচালক কাজী জাহেদ ইকবাল, রুজাহান ইসলাম ও হিসাব সহকারী মোতালেব প্রমুখ।
এ সময় ক্লাশের কর্মকর্তাবৃন্দ চমেক হাসপাতালের ক্যান্সার ব্লকের ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবার ব্যাপারে বিশদ আলোচনা করেন এবং চিকিৎসা সেবায় সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।