চমকহীন পঞ্চম দিন

চট্টগ্রাম টেস্ট ।। প্রত্যাশিত জয়ে এগিয়ে গেল পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১ ডিসেম্বর, ২০২১ at ৬:১৫ পূর্বাহ্ণ

লাকি গ্রাউন্ড বলে পরিচিত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সৌভাগ্য খুঁজে পাচ্ছে না বাংলাদেশ টেস্ট স্কোয়াড। চট্টগ্রাম টেস্টে গতকাল মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে ১-০ তে পিছিয়ে গেল বাংলাদেশ। গত ফেব্রুয়ারিতেও এই মাঠে তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাস্ত হয়েছিল। তার আগে হেরে যায় টেস্টে নবাগত আফগানিস্তানের কাছে।
চট্টগ্রাম টেস্টে চতুর্থ দিন শেষে বড় জয়ের আভাস দিয়ে মাঠ ছেড়েছিল পাকিস্তান। পঞ্চম দিনে প্রত্যাশিত ফলাফলই পেয়েছে তারা। ম্যাচের শেষদিন পাকিস্তানের জয়ের জন্য ৯৩ রান দরকার পড়ে। হাতে ছিল ১০ উইকেট। আগের দিনের অপরাজিত দুই ওপেনার আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক দারুণ খেলে ইনিংস বড় করতে থাকেন। তবে পাকিস্তানের দলীয় ১৫১ রানের মাথায় আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। শফিককে এলবির ফাঁদে ফেলেন এই স্পিনার। ১২৯ বলে ৮টি চার ও একটি ছক্কায় ৭৩ রান করেন তিনি। কিন্তু আবিদকে তার টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি থেকে বঞ্চিত করেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসের মতো এবারও পাকিস্তানী ওপেনার তাইজুল ইসলামের বলে এলবির শিকার হন। তবে ৯১ রানে আউট হওয়ায় আক্ষেপ নিয়েই মাঠ ছাড়েন তিনি। প্রথম ইনিংসে সেঞ্চুরির করা আবিদ এবার ১৪৮ বলে ১২টি চারে নিজের ইনিংস সাজান। চতুর্থ ইনিংসে বাংলাদেশ বোলারদের এই দুটি সাফল্যই ধরা পড়ে। বাকিটা সময় হেসে খেলেই ব্যাট করে পাকিস্তানের জয় নিশ্চিত করেন আজহার আলী ও অধিনায়ক বাবর আজম। আজহার ২৪ ও অধিনায়ক বাবর ১২ রানে অপরাজিত থাকেন।
এর আগে চতুর্থ দিন ২০২ রানের লক্ষ্যে বিনা উইকেটে ১০৯ রানে মাঠ ছাড়ে দলটি। আবিদ আলী ৫৬ ও আব্দুল্লাহ শফিক ৫৩ রানে মাঠ ছাড়েন। যদিও বাংলাদেশের প্রথম ইনিংসের ৩৩০ রানের জবাবে পাকিস্তান ২৮৬ রান করতে পেরেছিল। তবে লিড নিয়েও দ্বিতীয় ইনিংসে ধস নামে টাইগার শিবিরে। করতে পারে মাত্র ১৫৭ রান। দুই ইনিংসে দারুণ ব্যাট করে ম্যাচ সেরা নির্বাচিত হন পাকিস্তান ওপেনার আবিদ আলী।
আগামী ৪ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান।

পূর্ববর্তী নিবন্ধযুবলীগের বর্ধিত সভায় সম্মেলনের আমেজ
পরবর্তী নিবন্ধযুবলীগে চাঁদাবাজ ভূমিদস্যু ইয়াবা ব্যবসায়ীর স্থান হবে না