চমকস’র হ্যান্ডবল কমিটি গঠন

| সোমবার , ৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার (চমকস) ২০২৬২০২৭ সালের হ্যান্ডবল কমিটি গঠন করা হয়েছে। সংস্থার সাধারণ সম্পাদকের সুপারিশে সভাপতি পুলিশ কমিশনার হাসিব আজিজ (বিপিএম) এর অনুমোদনক্রমে এক অফিস আদেশে এই কমিটি গঠন করা হয়। এতে সিএমপি পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক পশ্চিম) নিস্কৃতি চাকমা চেয়ারম্যান ও মনোরঞ্জন সাহা সম্পাদক মনোনীত হন। অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হন মো. ইবাদুল হক লুলু, ..ম ওয়াহিদ দুলাল, সেকান্দর কবির, মিসেস ফরিদা বেগম, যুগ্মসম্পাদক হয়েছেন মোহাম্মদ মারুফ, মো. এনামুল হাসান, তানজিনা রহমান। এছাড়াও কমিটির সদস্য হিসেবে আছেন চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাবউদ্দিন আহামদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, নিয়াজ মোহাম্মদ খান, ফরিদ আহমেদ এবং মমতাজুল হক রুক্কু, আব্দুল হাই জাহাঙ্গীর, অধ্যাপক যাহেদুর রহমান, নওশাদ আলম চৌধুরী, আব্দুল হান্নান আকবর, মাহ্‌বুব উল আলম ভূইয়া (মুকুল), এম.এ মুছা বাবলু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস স্কুল সাঁতার প্রতিযোগিতায় এন্ট্রি আহ্বান
পরবর্তী নিবন্ধ২০২৬ ফুটবল বিশ্বকাপের সূচি ঘোষণা