চব্বিশের গণ অভ্যুত্থানের জাতীয় ঐক্য সমুন্নত রাখতে হবে

মহানগর এবি পার্টির জনসমাবেশ

| শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৮:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) হতে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরীর সমর্থনে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সহ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম৮ আসনে মনোনয়নপ্রাপ্ত এড. গোলাম ফারুক। এতে প্রধান অতিথি ছিলেন, এবি পার্টি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম৫ আসনে মনোনয়নপ্রাপ্ত লে. কর্নেল (অব.) দিদারুল আলম। তিনি বলেন, জাতি অতীতের মিথ্যা আশ্বাস প্রদানকারী চাঁদাবাজি লুটপাট ও ফ্যাসিবাদী রাজনীতিকে চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ থাকলে ভোটাররা এবি পার্টির প্রতীক ঈগল মার্কার প্রার্থীদেরকেই ভোট প্রদান করবেন। কেন্দ্রীয় কমিটির বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম১১ আসনে মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, চট্টগ্রামের এই বিশাল সমাবেশ প্রমাণ করেছে, এবি পার্টি রাজনৈতিক অঙ্গনে নবাগত হলেও প্রার্থীদেরকে খাটো করে দেখার কোন সুযোগ নাই। কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নির্বাচন ব্রান্ডিং সমন্বয়ক ছিদ্দিকুর রহমান বিশেষ আলোচকের বক্তব্যে বলেন, ১৪০০ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা লাভের কারণেই ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে জনগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারবেন। এবি পার্টি চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম১০ আসনে মনোনয়নপ্রাপ্ত এড. সৈয়দ আবুল কাশেম বিশেষ আলোচকের বক্তব্যে বলেন, আমাদেরকে যে কোন মূল্যে চব্বিশের গণ অভ্যুত্থানের জাতীয় ঐক্য সমুন্নত রাখতে হবে। মহানগর এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার জায়েদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি এবি পার্টর আহ্বায়ক ও খাগড়াছড়ি আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী বেগম ফারজানা আলম, এবি পার্টির নেতা শহীদুল ইসলাম বাবুল, চট্টগ্রাম মহানগর এবি যুব পার্টির সদস্য সচিব জাবেদ ইকবাল প্রমুখ। এর আগে এক র‌্যালি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধপেকুয়ায় এবার অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ইমামের