চবি ২৮তম ব্যাচ প্রাক্তন ছাত্র–ছাত্রী কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, (চট্টগ্রাম অঞ্চল) ঈদ পুনর্মিলনী ও বৈশাখী আড্ডা গত ১৬ মে নগরীর চট্টেশ্বরীস্থ একটি গেস্ট হাউজে সম্পন্ন হয়। উল্লেখ্য, একইদিন যৌথভাবে চট্টগ্রাম ও ঢাকায় নির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় সহপাঠীদের স্বতস্ফূর্ত এই আয়োজনে ছিল বৈকালিক আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক কামরুল হাসান। সার্বিক বিষয়ে ধারণা প্রদান করেন সদস্য সচিব আবদুল মান্নান ও সদস্য আলিমুজ্জামান চৌধুরী প্লেটো। নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক সোহাইল উদ দোজার পরিচালনায় নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের ১০১ সদস্যবিশিষ্ট কমিটির নামসমূহ ঘোষণা করা হয়। বক্তব্য রাখেন পূর্ববর্তী কমিটির সভাপতি ইকবাল হোসেন, বর্তমান কমিটির সহ–সভাপতি আবু নঈম মাহতাব মোর্শেদ, সহ–সভাপতি শাহজাহান সাজু ও নির্বাচন পরিচালনা কমিটির অপর যুগ্ম আহ্বায়ক মু. ছালাহ উদ্দিন। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক সাইদুল হোসেন তার কার্যকালীন পরবর্তী দুইবছর মেয়াদে কমিটির সদস্য ও কমিটির বাইরের সকলের সহযোগিতা প্রত্যাশা করেন এবং পরিকল্পনা উপস্থাপন করেন। এই নবনির্বাচিত কমিটির সভাপতি হলেন ঢাকা থেকে নির্বাচিত এ. কে. জহির উদ্দিন শামীম।
শেষে শিমুল নন্দীর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সঙ্গীত পরিবেশন করেন রাহাতউল্লাহ জাহিদ, মনিরুল ইসলাম খান, শৈবাল, সিঁধি দস্তিদার ও অতিথিবন্ধু অর্ক এবং আবৃত্তি পরিবেশন করেন মুকুল চৌধুরী ও শিমুল নন্দী। সার্বিক সমন্বয়ে ছিলেন সাইফুদ্দিন খালেদ, জেবুল হোসেন, আশরাফ হোসেন ও মো. খোরশেদ। প্রেস বিজ্ঞপ্তি।