চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২১ তম ব্যাচের বন্ধুদের সংগঠন ‘আমরা একুশ ’ এর নবগঠিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা গত শনিবার সন্ধ্যায় নগরীর নাসিরাবাদস্থ একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মো. জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব উর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে একুশ উৎসব সফলভাবে শেষ করায় উৎসব আয়োজক কমিটি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। সভায় বক্তব্য রাখেন এনামুল হক, চৌধুরী আমীর মোহাম্মদ মূছা, নাজলী সুলতানা শিখা, ইউসুফ হোসেন ভুঁইয়া, শাহাবুদ্দীন মো. জাহাঙ্গীর, মো. আব্দুল্লাহ জহির, স্বপন মাহমুদ, মো. মহিউদ্দিন, স্বপন মাহমুদ, মাহবুবুর রহমান সুমন, সফিউল আলম ভূইয়া, মোহাম্মদ ফারুক, সিরাজুদ্দিন মো. আলমগীর, সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ। সংগঠনের অর্থ সম্পাদক আর্থিক বিবরনী উপস্থাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।