চবি ১ নম্বর গেইট এলাকায় উদ্বোধন হল গণপাঠাগার

উদ্বোধক হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ১০:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেইট এলাকায় ফতেপুর গণপাঠাগারের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার বিকেলের দিকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া এ পাঠাগার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. তোফায়েল আহমেদ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আলফোরকান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠাগারের সদস্য সচিব ফরিদ উদ্দিন আকতার। অনুষ্ঠানে এসএসসি ২০২৫এ জিপিএ৫ প্রাপ্ত ফতেপুরের ৭৩ জন কৃতী শিক্ষার্থীর হাতে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম পাঠাগারের সদস্য সচিব ফরিদ উদ্দিন আকতারের হাতে নগদ ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা মহাকবি আলাওলের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক আলাওল দীঘি পরিদর্শন করেন। এসময় তারা দীঘিটির অপদখল ঠেকাতে এবং দীঘিটি রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

পূর্ববর্তী নিবন্ধজুলাই জাগরণ ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধফিরোজ শাহ মিনার মোড়ে ‘শহীদ চত্বর’ উদ্বোধন