চবি হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী ১৫ অক্টোবর দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন শুরু হবে ৩ জুলাই থেকে। গতকাল বুধবার সকাল সাড়ে এগারোটায় বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। রবিবার শুরু হয়ে নিবন্ধন চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত হবে আগামী ১৫ অক্টোবর।
এদিন ক্যাম্পাসে সকাল থেকে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার পর বিকালে শহরের জিইসি মোড় জিইসি কনভেনশন সেন্টারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। নিবন্ধনে সাবেক শিক্ষার্থীদের জন্য ১ হাজার টাকা, বর্তমান শিক্ষার্থীদের ৩০০ টাকা ও পরিবারের সদস্য প্রতি ৫০০ টাকা ধার্য করা হয়েছে। অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে বিভাগের শিক্ষক ও অ্যালামনাইদের সমন্বয়ে একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছে।
এতে আহ্বায়ক হিসেবে আছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী। সদস্য সচিব হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আলী আরশাদ চৌধুরী। প্রধান সমন্বয়কারী হিসেবে থাকবেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক শাহেদ বীন ছাদেক, ড. মো. ইকবাল হোছাইন, রুমানা আকতার, মো. আলী আরশাদ চৌধুরী, ড. মো. মোরশেদুর রহমান, সহকারী অধ্যাপক সুমন ভট্টাচার্য্য, মো. কাউছার হামিদ, শিমুল চক্রবর্তী, মো. রকিবুল ইসলাম মৈশান, সনজীব সূত্র ধর, প্রভাষক মো. জাহেদুল ইসলাম, তৌহিদ-উজ-জামান খান ও ইশরাত সুলতানা।












