চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির পুনর্মিলনী

‘প্রাক্তনীরা সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে’

| রবিবার , ২ জানুয়ারি, ২০২২ at ১১:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির ৮ম পুনর্মিলনী গত ৩১ ডিসেম্বর দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সমাজবিজ্ঞান অনুষদ চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। উদ্বোধক ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ ইমাম আলি, চবি অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। সংবর্ধিত অতিথি ছিলেন প্রফেসর ড. ওবায়দুল করিম ও প্রফেসর মো. লিয়াকত আলী। বক্তব্য দেন, চাকসুর সাবেক জিএস মোহাম্মদ জমির, চাকসু ভিপি নাজিম উদ্দিন, চবি সমাজতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক পারভীন আকতার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশেদ মনোয়ার, আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য দেন, ৮ম পুনর্মিলনী কমিটির আহ্বায়ক জহিরুল আলম। ধন্যবাদ জ্ঞাপন করেন চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জামিলা রহমান লাবণী।
প্রধান অতিথির বক্তব্যে ড. অনুপম সেন বলেন, সমাজ পরিবর্তনে সমাজবিজ্ঞানীদের যেমন ভূমিকা তেমনি প্রাক্তন শিক্ষার্থীদেরও ভূমিকা রয়েছে। পশ্চিমা বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা সমাজে ইতিবাচক ভূমিকা রাখছে। সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তনীদের সমাজে আরো ইতিবাচক ভূমিকা রাখতে হবে। এতে করে তৈরি হবে মেলবন্ধন। উদ্বোধনী অধিবেশনের পর ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নত্যৃ পরিবেশন করে শিশুশিল্পী অন্দ্রি মিয়ান অপার। সঙ্গীত পরিবেশন করেন- ইকবাল হায়দার, শাহরিয়ার খালেদ, শীলা দাশ গুপ্তা, সুস্মিতা, হানিফ বাউল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি উপাচার্যের সাথে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের হাতে নতুন বই