চবি সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা মেধা ও প্রজ্ঞার ক্ষেত্রে অনন্য

সংবর্ধনা অনুষ্ঠানে ড. ইফতেখার উদ্দিন

| শনিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলোকিত দুই প্রাক্তনী, সমাজতত্ত্ব বিভাগ ৭৯ ব্যাচের প্রাক্তন ছাত্র মাহবুবুল আলম এফবিসিসিআইর সভাপতি নির্বাচিত ও প্রফেসর ড. ওবায়দুল করিম সিবিইউএফটির উপাচার্য নিযুক্ত হওয়ায় চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। গত ১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সংগঠনের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও জামিলা রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবির সাবেক উপাচার্য সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক মো. জহিরুল আলম স্বাগত বক্তব্য দেন। বক্তব্য দেন, দুই সাবেক সভাপতি রাশেদ মানোয়ার ও রোকসানা ইসলাম রীতা, চবি এলামনাই এসোসিয়েশনের চাকসু ভিপি নাজিম উদ্দিন, শাহজাহান চৌধুরী, কামরুল হাসান হারুন, ছৈয়দ ছগীর আহাম্মদ প্রমুখ। সম্বর্ধিত অতিথি প্রফেসর ড. ওবায়দুল করিম বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে চবি প্রাক্তনীদের মতো সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আর কোনো বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের মাঝে সচরাচর পরিলক্ষিত হয় না। এফবিসিসিআইর নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলম সাফল্যের ইতিহাস তুলে ধরে বলেন, স্বীয় জীবনের সাফল্য সিঁড়ি পেরোতে গিয়ে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন তার আলোকে চবি এলামনাই এসোসিয়েশন তথা বিশ্ববিদ্যালয় পরিবারের কল্যাণে নিরবচ্ছিন্ন ভূমিকা অব্যাহত রেখে যাবেন। প্রধান অতিথি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী তাঁর দায়িত্বকালীন সততা ও দক্ষতার সাথে দায়িত্বপালনে সমাজতত্ত্ব সমিতি তথা বিশ্ববিদ্যালয় পরিবারের সমর্থন ও সহযোগিতার কথা স্মরণ করেন। সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি উচ্চকিত কন্ঠে বলেন, আজ দেশবিদেশে সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তনীরা তাদের মেধা ও প্রজ্ঞার প্রতিফলন ঘটিয়ে দেশের সূর্য সন্তান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে পক্ষান্তরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে গর্বিত করেছে। সমাপনী বক্তব্যে সমিতির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন ধন্যবাদসূচক বক্তব্য দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযারা ক্ষমতার রদবদলের কথা বলে তারা ৫শ মানুষ হত্যা করেছে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বিদায়ী ও নবাগত এসিল্যান্ডের বিদায় ও বরণ অনুষ্ঠান