নোয়াখালীতে দারসুল কোরআন অনুষ্ঠানে হামলার প্রতিবাদে চবি শিক্ষার্থীদের মাঝে উন্মুক্ত কুরআন বিতরণ করেছে শাখা ছাত্রশিবির। ৫ হাজার পবিত্র কোরআন বিতরণের উদ্যোগ নিয়েছে সংগঠনটি। গতকাল সোমবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ কোরআন বিতরণ কার্যক্রমে চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস ঐশী বলেন, আমি মুসলিম হিসেবে কুরআন পড়তে পারি না এটা আমার দুর্বলতা। আজকে ছাত্রশিবিরের উদ্যোগের ফলে আমি কুরআন নিতে পারছি। এর মাধ্যমে আমি কুরআন পড়ার সুযোগ পেয়েছি। শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন,আমাদের এ ধরনের উদ্যোগ নতুন কিছু নয়। আমরা বিগত সময়েও এ ধরনের উদ্যোগ নিয়েছি। আমরা গতবছর ৩ হাজারের অধিক কোরআন বিতরণ করেছি। আমাদের হাতে ৫ হাজার কোরআন আছে, আজকে আমরা সেগুলো বিতরণ করব। উল্লেখ্য, চলতি সপ্তাহে নোয়াখালী সদর উপজেলার একটি মসজিদে ইসলামী ছাত্রশিবির আয়োজিত দারসুল কোরান আলোচনা চলাকালে ছাত্রদল, যুবদল ও জাতীয়তাবাদী আর্দশের নেতা–কর্মীরা হামলা চালায় বলে জানা গেছে। এ ঘটনায় ৩০ জনের অধিক জামায়াত ও শিবির নেতাকর্মী আহত হন। হামলার নিন্দা জানিয়ে চবি শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে এমন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন শিবির নেতারা।