চবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরীক্ষা স্থগিত

চবি প্রতিনিধি | শুক্রবার , ২২ জানুয়ারি, ২০২১ at ৯:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) প্রথম বর্ষের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইনস্টিটিউটের পরিচালক ও পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. বশির আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রথম বর্ষের পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়েছে। আন্দোলনের মুখে ২৪ মাস পর গত বুধবার ১০১ নম্বর কোর্সের (বাংলা) মাধ্যমে প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ ব্যাপারে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও পরিচালকের বক্তব্য পাওয়া যায়নি। এখন অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ হয়ে যাওয়ার শংকাও বেড়েছে শিক্ষার্থীদের।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীসহ সুজন করোনামুক্ত
পরবর্তী নিবন্ধশিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে