চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গত ৩০ ও ৩১ আগস্ট ঘটে যাওয়া ঘটনাবলির তদন্তে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সাক্ষাতকার গ্রহণ করা হবে আজ ও আগামীকাল।
গতকাল বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ড. মো. শহীদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫৬৩তম জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী গঠিত তদন্ত কমিটি ঘটনাটির কারণ অনুসন্ধান, দোষীদের চিহ্নিতকরণ ও শাস্তির বিষয়ে সুপারিশ প্রণয়নের দায়িত্ব পেয়েছে।
তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সোমবার ও মঙ্গলবার (১৫ ও ১৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টার মধ্যে সাক্ষাতকার দিতে বলা হয়েছে। এজন্য শিক্ষার্থীদের তদন্ত কমিটির আহ্বায়ক ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরীর কার্যালয়ে উপস্থিত হতে হবে।












