চবি শিক্ষার্থী মহিমা আকতারের বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড লাভ

| শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহেরের সাথে তাঁর অফিস কক্ষে গত ২৬ জুন সৌজন্য সাক্ষাৎ করেন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড২০২৩’ অর্জনকারী চবি আইন বিভাগের শিক্ষার্থী মহিমা আকতার। এ সময় চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মহিমা আকতার (শিক্ষাবর্ষ: ২০১৭১৮) চবি আইন বিভাগের ২৬তম ব্যাচের স্নাতকের সার্বিক ফলাফলে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন এবং ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় ১৬ তম মেধাক্রম নিয়ে সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সারা দেশ থেকে ২১ জন অনন্য মেধাবী শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। দেশের সকল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগসমূহের শিক্ষার্থীদের মধ্যে একমাত্র তিনি এই বছর এ অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন। চবি থেকে তিনিই একমাত্র এবং প্রথম এই অ্যাওয়ার্ডটি অর্জন করেছেন। ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ডে১৫ টি অধিক্ষেত্রে চূড়ান্তভাবে নির্বাচিত ২১ জন মেধাবী শিক্ষার্থীকে গত ২৪ জুন প্রধানমন্ত্রীর কাছ থেকে সার্টিফিকেট এবং ৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি ফিলোসোফি অ্যালামনাই অ্যাসো’র কার্যকরী পরিষদের সভা
পরবর্তী নিবন্ধবাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য কয়েক হাজার বছরের : ড. অনুপম সেন