চবি শিক্ষার্থী ও গ্রামবাসীর সংঘর্ষের মামলায় ৮ গ্রামবাসী গ্রেফতার

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:০৮ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা দায়েরের পর ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৩  অক্টোবর) দুপুরের দিকে হাটহাজারী মডেল থানা পুলিশ গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার রাতে হাটহাজারী মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো.ইমরান হোসেন প্রকাশ এমরান হোসেন (৩৫), হাসান প্রকাশ হাসাঈন (২২), রাসেল প্রকাশ কালো রাসেল (৩০), মো.আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো.জাহেদ (৩০, মো.আরমান (২৪) ও  দিদারুল আলম (৪৬)।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে হাটহাজারী থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্থানীয় গ্রামবাসী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আট জনের মধ্যে মামলার এজাহারভুক্ত আসামি ও তদন্তে প্রাপ্ত আসামি রয়েছে।  

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ গ্রেফতারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

উল্লেখ্য, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে ভাড়া বাসায় প্রবেশকে কেন্দ্র করে এক ছাত্রীকে মারধরের জেরে সংঘর্ষ শুরু হয়। পরদিন রোববারও শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় প্রোভিসি, প্রক্টরসহ শতশত শিক্ষার্থী ও গ্রামবাসী আহত হন। আহতদের মধ্যে তিনজন চবি শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রকৌশলীদের বিভাগীয় সমাবেশ