করোনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বন্ধ থাকায় শিক্ষার্থীদের পরিবহন ফি ও আবাসিক শিক্ষার্থীদের হল ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যারা ইতিমধ্যে এসব টাকা দিয়েছে তারা ফেরত পাবেন।
গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটি (এফসি) ও সিন্ডিকেটের ৫৭তম যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট কর্তৃক মনোনীত ফাইন্যান্স কমিটির বিশেষজ্ঞ অধ্যাপক ড. সুলতান আহমেদ।
তিনি বলেন, করোনাকালে যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল, হলের বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল এবং পরিবহনসহ অন্যান্য খরচ বেচে গেছে। সেহেতু শিক্ষার্থীদের হল এবং পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত অর্থবছরের জুলাই থেকে জুনের ফি মওকুফ করা হয়েছে। এছাড়া উক্ত সভায় চবিতে ২০২১-২২ অর্থবছরের জন্য ৩৬০ কোটি ৭৯ লাখ টাকা প্রাক্কলিত বাজেট অনুমোদিত হয়েছে। আগামী সিনেট সভায় এ বাজেট পেশ করা হবে।