চবি শিক্ষার্থীদের মারধরে টেকনাফে মামলা, তিন নম্বর আসামি গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ মার্চ, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

সেন্টমার্টিন ভ্রমণ শেষে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ এমভি বেক্রুজওয়ানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধরের ঘটনায় টেকনাফ থানায় মামলা হয়েছে। এরই মধ্যে পুলিশ শাকিল (২৭) নামের এক আসামিকে গ্রেপ্তারও করেছে। শাকিল মামলার তিন নম্বর আসামি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জানান, মঙ্গলবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আ ফ ম ফজলে রাব্বি চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দায়ের করা মামলায় জাহাজটির সুপারভাইজার লুৎফুর রহমান খোকনকে (৩২) প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করা হয়। এজাহারের অন্য আসামিদের মধ্যে রয়েছেন বেক্রুজ ইন্টারন্যাশনাল জাহাজের মালিক বাহাদুরও।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. নাসির উদ্দিন মজুমদার বলেন, গ্রেপ্তার আসামিকে বুধবার বিকেলে কঙবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেলে সেন্টমার্টিন থেকে টেকনাফের পথে পর্যটকবাহী জাহাজ এমভি বেক্রুজ১ এ বসা নিয়ে বিতণ্ডার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তরের একদল শিক্ষার্থী ও শিক্ষককে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাজস্ব আহরণের চাপ আছে, সব প্রস্তাবনা বাস্তবায়ন সম্ভব নয়
পরবর্তী নিবন্ধবে-ক্রুজে মারধরের প্রতিবাদে চবি শিক্ষক-শিক্ষার্থীদের ৪ দফা