বিদ্যানন্দ ফাউণ্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল বুধবার উপাচার্য দপ্তরের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ। সভাপতিত্ব করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভাইস– চেয়ারম্যান ফারুক আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ জুন্নুন।
উপাচার্য বলেন, সামাজিক দায়বদ্ধতার নিরিখে বিদ্যানন্দ ফাউন্ডেশন দেশব্যাপি দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক কর্মকাণ্ডে সেবামূলক মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের মতো সমাজের অন্যান্য সেবামূলক সংগঠন ও বিত্তবান মানুষেরা অসহায়, দরিদ্র, কর্মক্ষম মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়ালে অসহায় মানুষদের দুঃখ–দুর্দশা অনেকাংশে লাঘব হবে। উপাচার্য বিদ্যানন্দ সংগঠনের পক্ষ থেকে যারা শিক্ষা বৃত্তি পাচ্ছেন তাদের অভিনন্দন জানান এবং এ বৃত্তি তাদের শিক্ষাজীবনে অধিকতর উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন,বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পরবর্তীতে আলোকিত মানবসম্পদ হিসেবে গড়ে ওঠে একে অন্যের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত সম্প্রসারণ করে দেশ তথা জাতিকে এগিয়ে নিয়ে যাবে। উপাচার্য শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন। অনুষ্ঠানে ১২০ জন দরিদ্র–মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।