চবি শিক্ষার্থীদের ওপর হামলা, অভিযুক্ত যুবলীগ নেতা গ্রেপ্তার

চবি প্রতিনিধি | সোমবার , ১৭ নভেম্বর, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর একাধিক হামলার ঘটনায় অভিযুক্ত হাটহাজারীর জোবরা গ্রামের যুবলীগ নেতা মোহাম্মদ হানিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে হাটহাজারী এলাকা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ওসি মো. মঞ্জুর কাদের ভূঁইয়া। ওসি বলেন, বিকাল ৫টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় তার নাম রয়েছে। সেই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে এ পর্যন্ত মোট ১৬ টি মামলা পাওয়া গেছে। আরও কী কী মামলা রয়েছে, তা যাচাই করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ১৩ লাখ রোহিঙ্গার জন্য সরকারের ‘নবান্ন উপহার’
পরবর্তী নিবন্ধআগুন-ককটেল হামলাকারীকে গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের