চবি শিক্ষার্থীকে স্থানীয়দের মারধরের অভিযোগ, প্রধান ফটকে তালা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৫ এপ্রিল, ২০২৫ at ১২:৫৯ অপরাহ্ণ

তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। এ ঘটনার জেরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। তবে ক্লাস ও পরীক্ষা সচল রয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকেই শিক্ষার্থীরা বন্ধ ফটকের সামনে ঘটনার বিচার চেয়ে আন্দোলন করছেন।

এসময় শিক্ষার্থীদের হাতে ‘স্থানীয়রা মারলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাইয়ের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’ সংশ্লিষ্ট পোস্টার দেখা যায়।

জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। এরপর মধ্যরাত দেড়টায় প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, এর আগেও স্থানীয়দের দ্বারা হামলা মারধরের শিকার হয়েছেন শিক্ষার্থীরা। কিন্তু কোনো বিচার হয়নি।

মারধরের শিকার রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুলতানুল আরেফিন বলেন, আমি রেলক্রসিংয়ে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলাম। এসময় একটা সিএনজি আমার পায়ের ওপর চাকা উঠিয়ে দেয়। তখন সিএনজি ড্রাইভারের সঙ্গে আমার কিছুটা বাগবিতণ্ডা হয়। এরপর বাইরে থেকে কিছু ছেলে এসে আমার বাইকের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখা দেখেই গালাগালি ও মারধর শুরু করে।

চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আমাদের প্রক্টরিয়াল বডির একটা অংশ চারুকলায় একটি কাজে ব্যস্ত ছিল। এরইমধ্যে উপ-উপাচার্য ঘটনাস্থলে গিয়েছেন। আমরাও এখন ঘটনাস্থলে যাচ্ছি এবং বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের সিআরবিতে বস্তিতে আগুন, পুড়ে গেছে ৩০টি ঘর
পরবর্তী নিবন্ধফের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় নিহত ১