চবি শিক্ষক সমিতির অর্ধদিবস কর্মবিরতি

পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি

চবি প্রতিনিধি | বুধবার , ৫ জুন, ২০২৪ at ৯:৩৮ পূর্বাহ্ণ

অর্থ মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে বৈষম্যমূলক দাবি করে তা প্রত্যাহারের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন শিক্ষকদের সর্ববৃহৎ সংগঠনটি।

জানা যায়, অর্থ মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তিকরণ ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে চবি শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর এ বি এম আবু নোমান জানান, সর্বজনীন পেনশন স্কিলে আমাদের অন্তর্ভুক্ত করার জন্য একটি নতুন পরিপত্র জারি হয়েছে যার নাম ‘প্রত্যয় স্কিম’। এটা নিঃসন্দেহে সরকারের একটি ভালো উদ্যোগ। কিন্তু একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের একটি নিয়ম রয়েছে, আমরা এই নিয়মের মধ্যেই থাকতে চাই। এছাড়া প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তিকরণ ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে আজকের এই কর্মবিরতি।

উল্লেখ্য, গত ১৩ মার্চ ২০২৪ অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়, যে সকল শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী ১ জুলাই, ২০২৪ তারিখের পর যোগদান করবেন তাদের জন্য সার্বজনীন পেনশন স্কিমের প্রত্যয় স্কিম বাধ্যতামূলক করা হয়েছে। তাদের ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান বা সংস্থার জন্য বিদ্যমান অবসর সুবিধা সংক্রান্ত বিধিবিধান প্রযোজ্য হবে না।

পূর্ববর্তী নিবন্ধগ্রাম আদালত সক্রিয় করলে শান্তি-সুশাসন প্রতিষ্ঠিত হবে
পরবর্তী নিবন্ধদুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান