চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন অবসরপ্রাপ্ত প্রফেসর ড. খান তৌহিদ ওসমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। গতকাল বুধবার গাজীপুরের কাপাসিয়ায় মরহুমকে দাফন করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন বলে জানিয়েছেন চবি মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. শফীকুল ইসলাম। তিনি বলেন, মঙ্গলবার রাতে তৌহিদ স্যার নিজ বাসায় ইন্তেকাল করেছেন। তিনি বেশ কিছুদিন ধরে ফুসফুসের বিভিন্ন জটিলতা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত সপ্তাহেও তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রফেসর ড. খান তৌহিদ ওসমানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন চবি উপাচার্য ড. শিরীণ আখতার। এক শোক বাণীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদে দায়িত্ব পালনকালীন সার্বিক উন্নয়নে যে অবদান রেখেছেন চবি কর্তৃপক্ষ তা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। চবি শিক্ষক সমিতি নেতৃবৃন্দ ড. খান তৌহিদ ওসমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।