চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক নারী শিক্ষার্থী রক্তাক্ত হয়েছেন। পাথরের আঘাতে তার নাক ও ঠোঁটে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে নগরের ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম ইমু মনি জ্যোতি। তিনি নগরের পতেঙ্গা এলাকার বাসিন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সাড়ে ১১টার দিকে ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে ক্যাম্পাসমুখী শাটল ট্রেনে যাত্রা শুরু করেন ইমু। ট্রেনটি ক্যান্টনমেন্ট স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ বাইরে থেকে ছোঁড়া একটি পাথর এসে তার নাকে আঘাত করে। এতে নাকের নিচ থেকে ঠোঁট পর্যন্ত অংশ কেটে যায় এবং সঙ্গে সঙ্গে রক্তপাত শুরু হয়। পরে তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। ইমুর সঙ্গে থাকা তার সহপাঠী তাওহীদুল ইসলাম জানান, ইমুর ঠোঁটের ওপরের দিকে চারটি সেলাই লেগেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. বজলুর রহমান বলেন, আমি বিষয়টি শুনেছি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।












