চবি শাটলের বগি বৃদ্ধির দাবিতে প্রতিবাদ সমাবেশ

চবি প্রতিনিধি | বুধবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে বগি বৃদ্ধি ও আবাসন সংকট নিরসনের দাবিতে যৌথভাবে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদ ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্বরণ চত্বরে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদের সভাপতি প্রত্যয় নাফাক বলেন, ছাত্র ইউনিয়ন দীর্ঘদিন ধরে শাটলের বগি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে, কয়েক দফায় ভিসি ও প্রক্টর পরিবর্তন হলেও শাটলের বগিগুলোর কোনো পরিবর্তন নেই। একই সাথে বিশ্ববিদ্যালয়ে গত ৬৭ বছর ধরে আবাসিক হলে কোনো সিট বরাদ্দ দেওয়া হচ্ছে না। দুটি হল তৈরি করা হলেও উদ্বোধনের কোনো খবর নেই যা খুবই দুঃখজনক। সংগঠনটির চবি শাখার শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সুদীপ্ত চাকমা বলেন, ৭ তারিখে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিতে গেলে প্রশাসন আমাদের সাথে ভালোমতো কথা পর্যন্ত বলেনি। এবং উদ্ভূত সমস্যাগুলোর এখনো দৃশ্যমান কোনো সমাধান হয়নি। বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চাকসু নির্বাচন না হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে এবং ছাত্রদের অধিকার ক্ষুণ্ন করছে। আমরা চাই চাকসু নির্বাচন দিয়ে ছাত্র প্রতিনিধি দেওয়া হোক। যতদিন সমাধান না পাওয়া যায় ততদিন আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব। সমাবেশে ছাত্র ইউনিয়ন চবি সংসদ ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটির ইংরেজী বিভাগের ডিবেটিং সোসাইটির বিতর্ক উৎসব
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের মাসিক সভা