চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বাংলাদেশের সর্ববৃহৎ ক্যাম্পাস, পাহাড় বনানী ভরা এ ক্যাম্পাসে নানাবিধ সৌন্দর্য ও সুবিধা থাকলেও কিছু অসুবিধা আছে। যে অসুবিধাগুলোকে সুবিধার পর্যায়ে উপনীত করা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য কল্যাণকর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন তার মাঝে অন্যতম। এই রেল স্টেশনটি কেবল শিক্ষার্থীদের যাতায়াতের জন্যই ব্যবহার হয় না, এ বিশ্ববিদ্যালয়ে ঢাবির টিএসসির মতো কোনো অবকাঠামো না থাকায় এটি চবির টিএসসি হিসেবে সমাদৃত। সন্ধ্যার পর থেকে এখানে ভোর রাত অবধি চলে চা চক্র, জীবন ও জীবিকার আলাপন, লেখক আড্ডা ও নানাবিধ সাংস্কৃতিক আয়োজন। এটি শিক্ষার্থীদের বিনোদনের প্রাণকেন্দ্র। কিন্তু দুখের বিষয় হলো, স্টেশনটি এখনো সেকেলে অবকাঠামোর, পর্যাপ্ত ল্যাম্পপোস্ট নেই। যেগুলো আছে, সেগুলোর কিছু নিভু নিভু হয়ে আলো দেয়, অধিকাংশই আলোহীন, নষ্ট ও ত্রুটিপূর্ণ। এটির সংস্কার ও আধুনিকায়ন খুবই জরুরি। এ বিষয়ে দায়িত্বশীল কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
মুহাম্মাদ রিয়াদ উদ্দিন
শিক্ষার্থী, বাংলা বিভাগ,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়