চবি রাজনীতি বিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশন ব্যাচ–২৫– (কাপসা–২৫) এর পারিবারিক সম্মিলন ২৩ ও ২৪ জানুয়ারী সৈকত নগরী কঙবাজারে অনুষ্ঠিত হয়। কাপসা–২৫’র সভাপতি অধ্যাপক শাব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমানের সঞ্চালনায় সম্মিলনে অংশগ্রহণ করেন সম্মিলন উপ–কমিটির আহবায়ক আবুল হাসনাত মুহাম্মদ হাবিবুল বারী, সাংবাদিক আবসার মাহফুজ, কাপসা–২৫’র সহ–সভাপতি অধ্যাপক আহমদ হোছাইন, অধ্যাপক আবু ওবায়দা মনি, সেলিম উল্লাহ ওয়াহেদী,মুহাম্মদ সলিম উল্লাহ, মুহাম্মদ আবদুল কাইয়ুম, অধ্যাপক মোস্তাক বাহার, ওয়াহিদুল আলম ওয়াহিদ, মাহবুবু্ুর রহমান বাহার, সাইফুল কদির, কাজী ফরিদুল হক, ব্যাংকার জাহাঙ্গীর আলম, আলমগীর হোসাইন, অধ্যাপক শফিউল হক, শামসুল আলম। বক্তাগণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গৌরবান্বিত ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বলেন, দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠ দেশ ও জাতির কল্যাণে বড় ধরণের অবদান রেখে চলেছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।
তারা বলেন,এই বিশ্ববিদ্যালয় থেকেই স্বপ্ন দেখা শুরু হয় ভালো মানুষ হওয়ার, সুন্দর ভবিষ্যত গড়ার।











