করোনা মহামারীতে কাজ হারানো নিম্ন আয়ের মানুষের সাহায্যে এগিয়ে এসেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম। গতকাল প্রায় অর্ধশতাধিক মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে সংগঠনটি। এ সময় ফোরামের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাব, সাংগঠনিক সম্পাদক রাজেশ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাসান বাবলু, অর্থ সম্পাদক মেহেরাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। উপহার সামগ্রী বিতরণকালে তারা কর্মহীন নিম্ন আয়ের মানুষের দুঃসময়ে সরকারের পাশাপাশি বিত্তশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












