চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন নীপু। বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী শাহাব উদ্দিন ২০০৬ সালে প্রভাষক হিসেবে যোগ দেন। গত ১৫ জানুয়ারি বিদায়ী সভাপতি রওশন আক্তারের কার্যকাল শেষ হলে তিনি দায়িত্বভার শাহাব উদ্দিন নীপুকে হস্তান্তর করেন।












