চবি মেরিন সায়েন্সেস ফিশারিজ অনুষদের সেমিনার

| বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের উদ্যোগে ৩১ জানুয়ারি চবি কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে ‘Microalgae Isolation, Identification, Mass Culture and Its Utilization as Live Food for Aquaculture Organisms’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।

চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন। সেমিনারে মূল বক্তা ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিম্যাল সায়েন্সস বিশ্ববিদ্যালয়ের এ্যাকুয়াকালচার বিভাগের প্রধান ড. হেলেনা খাতুন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক আয়শা আক্তার।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানগবেষণার অনন্য উর্বর ক্ষেত্র। এখানে যতবেশি সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা অনুষ্ঠিত হবে, শিক্ষকগবেষক এবং শিক্ষার্থীরা ততবেশি লাভবান হবেন। সেমিনারে অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

পূর্ববর্তী নিবন্ধকবি মাহবুব উল আলমের নামে নামকরণ ও ফলক উন্মোচন আজ
পরবর্তী নিবন্ধঢাকায় ট্রেনে কাটা পড়ে চবির সাবেক অধ্যাপক রশীদের মৃত্যু