চবি মনোবিজ্ঞান বিভাগের সহযোগিতায় মেডিকেল সেন্টারে কাউন্সেলিং ইউনিট উদ্বোধন করেছেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সেবার পরিধি বৃদ্ধি করছে চবি। এ লক্ষ্যে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গতকাল সোমবার এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। উপাচার্য বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখতে এ সেন্টার সহাযতা করবে। তাছাড়া এটা মানসিক স্বাস্থ্যের জন্য নিরাপদ পরিবেশ তৈরি এবং শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মানসিক স্থিতিশীলতা বৃদ্ধি করতে সহায়তা করবে। তিনি এমন একটি কাউন্সেলিং ইউনিট চালু করা শিক্ষার্থীদের সামগ্রিক কল্যাণের জন্য সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ বলে মন্তব্য করে বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারী ও সংশ্লিষ্টদের এ সেবা গ্রহণ করে নিজেদের জীবন ঝুঁকিমুক্ত করে সুস্থ ও সুন্দর জীবন গড়তে পারবেন।
উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, চবি মেডিকেল সেন্টারে কাউন্সেলিং ইউনিট চালুর ফলে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সেবা প্রদান, দুশ্চিন্তা মোকাবিলা, আত্মহত্যা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ প্রতিষ্ঠানের কার্যক্রম অব্যাহত থাকবে।
উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, মেডিকেল সেন্টারে কাউন্সেলিং ইউনিট চালু একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতার দিকে লক্ষ্য রেখে নেওয়া হয়েছে। তিনি এ সেন্টারকে পর্যায়ক্রমে পুর্ণাঙ্গ কাউন্সেলিং সেন্টার হিসেবে রূপান্তর করার অভিমত ব্যক্ত করেন।মনোবিজ্ঞান বিভাগের সভাপতি ড. রুমানা আক্তারের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আফজাল হোসেন ও ড. শাহীনুর রহমান, চীফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ মঙ্গলবার মেডিকেল সেন্টারে কাউন্সেলিং ইউনিটের পরিপূর্ণ সেবা কার্যক্রম প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।