চবি মেডিকেলে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স চাই

| রবিবার , ৫ মার্চ, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শহর হতে ২২ কি.মি. দূরে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে ৩০ হাজার শিক্ষার্থী, ৯৫০ জন শিক্ষক, ৩৫০ জন প্রশাসনিক কর্মকর্তা এবং অসংখ্য কর্মচারীর বাস। বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য আটটি এবং মেয়েদের চারটি হল রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের একটি হোস্টেলও রয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের একটি মেডিকেল সেন্টার রয়েছে। শহর থেকে দূরবর্তী হওয়ায় এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় সকলকে এই মেডিকেল সেন্টারের উপরই নির্ভর করতে হয়। কিন্তু এই বিপুল সংখ্যক মানুষের জন্য মেডিকেলে মাত্র ২ টি

অ্যাম্বুলেন্স রয়েছে। কোন শিক্ষার্থী অসুস্থ হলে তাদের পরিবহনের জন্য এই দুইটি অ্যাম্বুলেন্সের ওপরই নির্ভর করতে হয়। এদিকে শিক্ষার্থী সংখ্যার অনুপাতে মাত্র দুটি অ্যাম্বুলেন্স পর্যাপ্ত না হওয়ায় অসুস্থ শিক্ষার্থীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। কখনো কখনো ১ থেকে ২ ঘণ্টা সময় লেগে যায় রোগীদের

কাছে আ্যাম্বুলেন্স পৌঁছাতে। এজন্য অনেকে গুরুতর অসুস্থ হলেও সময়মতো মেডিকেলে পৌঁছাতে পারে না। সমস্যাটি বহুদিনের হলেও এখন পর্যন্ত কোনো সমাধানের পথ বাতলাতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় মেডিকেলে অ্যাম্বুলেন্স সংখ্যা বৃদ্ধি এখন প্রতিটি চবিয়ানের দাবি। তাই সমস্যাটি সমাধানের নিমিত্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. নাইমুর রহমান শাওন

শিক্ষার্থী,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পূর্ববর্তী নিবন্ধঅমূল্যকুমার দাশগুপ্ত : সাংবাদিক ও শিশুসাহিত্যিক
পরবর্তী নিবন্ধযার বিয়ে তার খবর নেই, পাড়া পড়শির ঘুম নেই