চবি মাইক্রোবায়োলজি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

| শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ৭:৫৩ পূর্বাহ্ণ

চবি মাইক্রোবায়োলজি বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার জীববিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি প্রফেসর ড. ফেরদৌসী আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, প্রফেসর ড. মো. শফিকুর রহমান, প্রফেসর ড. মো. তৌহিদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ জোবাইদুল আলম।

উপাচার্য বলেন, শিক্ষার্থীরা এ বিভাগে ভর্তি হয়ে যে সুবর্ণ সুযোগ পেয়েছে, তাকে যথাযথভাবে কাজে লাগিয়ে যথাসময়ে ডিগ্রি অর্জন করে পরিবার, সমাজ, দেশ ও জাতির কল্যাণে নিজেদের আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য কীভাবে সেবা বৃদ্ধি করা যায়, বর্তমান প্রশাসন সে লক্ষ্যে কাজ করছে। আমরা শিক্ষার্থীদের কোয়ালিটি সম্পন্ন, যোগ্য গ্র্যাজুয়েট হিসেবে তৈরি করতে চাই। তিনি আধুনিক বিশ্বে প্রতিটি শিক্ষার্থী যেন নিজেদের শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নয়, বরং সারা বিশ্বের শিক্ষার্থী হিসেবে প্রস্তুত করে, সে আহ্বান জানান। উপাচার্য এ বিশ্ববিদ্যালয়কে একটি অনুকরণীয়, অনুসরণীয়, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উপউপাচার্য (প্রশাসন) বলেন, চবি মাইক্রোবায়োলজি বিভাগ এ বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম বিভাগ। এ বিভাগে যেসব শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, তারা সৌভাগ্যবান। এ বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে কর্মক্ষেত্রে বিশেষ করে, ফার্মাসিউটিক্যাল সেক্টরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সুনামের সঙ্গে প্রতিনিধিত্ব করছেন। তিনি বিদায়ী শিক্ষার্থীদের সফল কর্মজীবন কামনা করেন। বিভাগের শিক্ষার্থী অভিজিৎ রায় ও তানজিলা রিনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফয়সাল তালুকদার ও ওয়াসীন সরকার।শেষে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাকসু গঠনতন্ত্রের খসড়া উপস্থাপন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা