চবি মাইক্রোবায়োলজি বিভাগের রজতজয়ন্তী উৎসব গত ১৬ ফেব্রুয়ারি ক্যাম্পাসের জীববিজ্ঞান অনুষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উৎসব উপলক্ষে দিনব্যপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বক্তব্য দেন, রজতজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. শারমিন সুলতানা এবং সদস্য সচিব ড. সাইফুল ইসলাম টিটু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত থেকে অনুষ্ঠানের সফলতা কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












