‘পিঠার আমেজে শীতের বেলায় মেতে উঠি পৌষ মেলায়’ এ প্রতিপাদ্যকে ধারণ করে চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ‘পিঠা উৎসব’ গতকাল বৃহস্পতিবার বিভাগ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এ সময় ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব মোর্শেদ, প্রফেসর ড. অলক পাল, পিঠা উৎসব উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. ইকবাল সরোয়ারসহ উক্ত বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উপ–উপাচার্য বলেন, পিঠা উৎসব বাঙ্গালি সংস্কৃতির সাথে মিশে আছে। এ ঐতিহ্যবাহী উৎসবের গৌরব অক্ষুণ্ন রাখতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বাঙালিরা শীতকালীন বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠা নিয়ে হাজির হয়। তিনি উৎসবের উদ্বোধন করেন এবং পরে স্টলসমূহ ঘুরে দেখেন। এতে বিভিন্ন অঞ্চলের হরেক রকম পিঠা নিয়ে ৫০ টি স্টল পিঠা–পুলি দিয়ে সাজানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।












