চবি ভর্তি পরীক্ষা শুরু ২ জানুয়ারি

চবি প্রতিনিধি | সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৭:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার উপাচার্যের দপ্তরে অনুষ্ঠিত ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার।

কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

পরীক্ষার সম্ভাব্য সময়সূচি : A ইউনিট ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার), B ইউনিট ৩ জানুয়ারি ২০২৬ (শনিবার), B1 উপইউনিট ৫ জানুয়ারি ২০২৬ (সোমবার), B2 উপইউনিট ৬ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার), C ইউনিট ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার), D ইউনিট ১০ জানুয়ারি ২০২৬ (শনিবার), D1 উপইউনিট ১২ জানুয়ারি ২০২৬ (সোমবার)

পরীক্ষা কেন্দ্র : A,B,C, D ইউনিটের ভর্তি পরীক্ষা একযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। তবে B1, B2 এবং D1 উপইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে। এবং ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সভায় উপস্থিত ছিলেন চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলআমীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং আইসিটি সেলের পরিচালক প্রফেসর সাইদুর রহমান চৌধুরী।

সভায় ভর্তি কার্যক্রমের প্রাথমিক কাঠামো ও প্রযুক্তিনির্ভর আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কমিটি ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায়সংগত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধএবার সারচার্জ আরোপ করল এমএসসি
পরবর্তী নিবন্ধবন্দরে বাড়তি ট্যারিফ এখনই নয়