চবি ভর্তি পরীক্ষায় ১২ কোটি ২১ লাখ টাকার ফরম বিক্রি

আসন প্রতি লড়বেন ২৯ জন পরীক্ষা শুরু ১৬ আগস্ট

চবি প্রতিনিধি | রবিবার , ১৭ জুলাই, ২০২২ at ৫:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তিতে ১ লাখ ৪৩ হাজার ৭২৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছে। মোট আসন রয়েছে ৪ হাজার ৯২৬ টি। সে হিসেবে এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৯ জন ভর্তিচ্ছু।

সর্বমোট ১ লাখ ৫৯ হাজার ১০৪ জন শিক্ষার্থী আবেদন করলেও গত শুক্রবার রাত বারোটা পর্যন্ত টাকা জমা দিয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৭২৫ জন শিক্ষার্থী।

প্রতিটি ফরমের মূল্য ৮৫০ টাকা হিসেবে মোট ১২ কোটি ২১ লাখ ৬৬ হাজার ২৫০ টাকার ভর্তি ফরম বিক্রি হয়েছে।

চবির আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, মোট আবেদন করেছিলেন ১ লাখ ৫৮ হাজার ৪৯০ জন। টাকা জমা দিয়ে আবেদন নিশ্চিত করেছেন ১ লাখ ৪৩ হাজার ৭২৫ জন। ফি জমা না দেয়ায় বাকি ১৪ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

আবেদন ও আসন সংখ্যা : বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, ‘এ’ ইউনিটে ১ হাজার ২১২টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৪ হাজার ১০৫ জন। সে হিসেবে ‘এ’ ইউনিটে প্রতিটি আসনের জন্য লড়বে ৪৫ জন। ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৫ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। সে হিসেবে ‘বি’ ইউনিটে আসন প্রতি লড়বেন ২৯ জন। ‘সি’ ইউনিটে ৪৪১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১১ হাজার ৬০ জন। ‘সি’ ইউনিটে লড়বে ২৫ জন। ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৬০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৯ হাজার ৩৯১ জন। সে হিসেবে ‘ডি’ ইউনিটে আসন প্রতি লড়বেন ৩৪ জন।

এছাড়া ‘বি১’ উপ-ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন এক হাজার ৫৭৯ জন। সে হিসেবে ‘বি১’ ইউনিটে আসন প্রতি লড়বেন ১৩ জন। ‘ডি১’ উপ ইউনিটে ৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন এক হাজার ৮১১ জন। সে হিসেবে ‘ডি১’ ইউনিটে আসন প্রতি লড়বেন ৬০ জন।

পরীক্ষার সময়সূচি : ‘এ’ ইউনিটের পরীক্ষা আগামী ১৬ ও ১৭ আগস্ট দুই শিফটে। ‘সি’ ইউনিটের পরীক্ষা ১৯ আগস্ট, ‘বি’ ইউনিটের পরীক্ষা ২০ ও ২১ আগস্ট দুই শিফটে। ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২২ ও ২৩ আগস্ট দুই শিফটে অনুষ্ঠিত হিবে। এছাড়া, ‘বি১’ উপ ইউনিটের পরীক্ষা ২৪ আগস্ট সকাল ৯টা ৪৫ মিনিট এবং ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা একইদিন দুপুর ১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

প্রতিটি ইউনিটের পরীক্ষার ১৫ দিন আগে থেকে শিক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি প্রক্রিয়া ও স্থান প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধসড়কেই জন্ম নবজাতকের, পাশে ট্রাকচাপায় প্রাণহীন মা-বাবা
পরবর্তী নিবন্ধপ্রতিদিন ২৫ টন পলিথিন উত্তোলন