চবি ব্যাচ ৩২ ক্লাব চট্টগ্রামের সভা

| রবিবার , ২৪ জুলাই, ২০২২ at ৩:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ ৩২ এর প্রাক্তন সতীর্থদের সংগঠন চবি ব্যাচ ৩২ ক্লাব নতুন কমিটির প্রথম সাধারণ সভা ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন নয়নের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আনিস টিটু’র সঞ্চলনায় নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের কর্মপন্থা সার্বিক পরিচলনার জন্য সময় পরিপ্রেক্ষিত বাস্তবতায় চবি ব্যাচ ৩২ ক্লাবের নিজস্ব সংবিধান ও নীতিমালা উপস্থিত ক্লাবের কার্যকরী পর্ষদ ও সদস্যদের সমর্থনে পাশ হয়। ক্লাবের পরিচালনার ক্ষেত্র সার্বিক আর্থিক বিবরণী সংগঠনের কোষাধ্যক্ষ রশিদুল চঞ্চল উপস্থাপন সর্বসম্মতিতে গৃহীত হয়।
ক্লাবের নিজস্ব ব্যাংক হিসাব ও ক্লাব রেজিষ্ট্রেশনে করার পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বন্ধুদের সার্বিকভাবে অবহিত করা হয়। সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আলাউদ্দীন, আব্দুল্লাহ আল মামুন মিল্টন, নুসরাত জাহান, বায়জিদ সরকার, রশিদুল চঞ্চল, সৌমেন মজুমদার, একরামুল হক, শিরীন সুলতানা, অ্যাড. কায়সার উদ্দীন, মাহতাব উদ্দিন, নাজমুল আলম রিমন, আফরোজা ইয়াসমিন স্বর্ণা, হাফিজুর রহমান, রিপায়ন বড়ুয়া, আরিফুর রহমান সুমন, আকতার হোসেন, ড. মারুফ হোসেন, মালকুতুর মনির, জহির রায়হান, এরফান লাভু, মইনুল হোসেন, মনজুরুল আমিন, কবির আহমদ সরকার, মামুনুর রশীদ, আরিফ হোসেন, জয়নাব লাভলী, দিদারুল আলম, ওমর ফারুক, সাইফুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার ইন্তেকাল
পরবর্তী নিবন্ধচতুর্থ অনাস্থা ভোটেও টিকে গেলেন থাই প্রধানমন্ত্রী