চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ব্যাচ ২৮ এর উদ্যোগে বার্ষিক সম্মিলন গত ১৯ মার্চ কাপ্তাই বিএনএস শহীদ মোয়জ্জেম ঘাঁটিতে অনুষ্ঠিত হয়। সম্মিলনে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় দুই শতাধিক সদস্য অংশ নেয়।
ব্যাচ ২৮ এর সভাপতি বরকতুল আলম বিপ্লবের সভাপতিত্বে সম্মিলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা মো. আবু হোসাইন (মির্জা টিপু), বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুন্নবি ভূঁঞা, সোহেল-উ-দো-জা, শিমুল নন্দী, আবুল কালাম আজাদ, ইকবাল হোসাইন প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন- শিল্পী রণি রোজালিন, ব্যাচ ২৮ এর প্রনব চৌধুরী, রাহাতউল্লা জাহিদ। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল রোমাঞ্চকর নৌবিহার, বন্ধু আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ইত্যাদি। অনুষ্ঠানে ব্যাচ ২৮ এর সদস্য ক্যান্সার আক্রান্ত মো. জহিরের আরোগ্য কামনা ও তার চিকিৎসার্থে আর্থিক সহযোগিতা করা হয়। প্রেসবিজ্ঞপ্তি।











