চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি এলামনাই অ্যাসোসিয়েশনের এক সভা গত বৃহস্পতিবার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫–২০২৭ কার্যকালের জন্য নির্বাচিত ১১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেন। তারা হলেন নির্বাহী কমিটির সভাপতি প্রফেসর ড. কাঞ্চন চাকমা, সহ–সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, সাধারণ সম্পাদক আবু ছৈয়দ মোহাম্মদ মুজিব, যুগ্ম সম্পাদক ড. আশেকুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সানভি আহমেদ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক মো. খালিদ জুহানি রাফি, প্রচার ও তথ্য–প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ফজলে রাব্বী, নির্বাহী সদস্য মুনতাসির জাহান, আল মামুন ও ড. নাফসুন রহমান।
অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ড. দ্বৈপায়ন সিকদার, প্রফেসর ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান ও প্রফেসর ড. মোহাম্মদ সাইদুল ইসলাম সোহেল। গ্র্যাজুয়েটদের পক্ষে বক্তব্য রাখেন নাদিয়া ইসলাম ও মোহাম্মদ আইয়ুব খান। প্রেস বিজ্ঞপ্তি।












