চবি বাংলাদেশ স্টাডিজ বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৭:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলাদেশ স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা গতকাল সোমবার বিভাগের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন।

প্রধান অতিথি বলেন, নতুন হওয়ায় বাংলাদেশ স্টাডিজ বিভাগের নানা সীমাবদ্ধতা ছিল। তবে বর্তমান সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন দায়িত্ব গ্রহণের পর সিলেবাস প্রণয়নসহ একাডেমিক নানা কার্যক্রমে উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সামনে এই বিভাগের আরও উন্নতি হবে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে সুবর্ণ সুযোগ তোমরা পেয়েছো, তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। নিজেদের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে বিভাগের একজন এম্বাসাডর হিসেবে গড়ে তুলতে হবে। তিনি মনোযোগ, অধ্যবসায় ও সৃজনশীলতার মাধ্যমে নিজেদের প্রস্তুত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান । বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের সাফল্য পরবর্তী শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, শুরুতে ভঙ্গুর অবস্থায় থাকলেও বর্তমানে বাংলাদেশ স্টাডিজ বিভাগ বিশ্ববিদ্যালয়ের একটি সমৃদ্ধ বিভাগে পরিণত হয়েছে। বাংলাদেশ সম্পর্কে ভালোভাবে জানার ও বোঝার জন্য এ বিভাগের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে তোমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সকল শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মুহাম্মদ সাখাওয়াত হুসাইন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মুহাম্মদ মুনতাছির মোহাইমেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিভাগের সহকারী অধ্যাপক তৈয়বা খানম।

উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক হাসনাইন ইন্তেফাজ ও সাহানা পারভীন, প্রভাষক মো. ইউসুফ, মো. নুর নবী, সাঈদা নুসরাতসহ বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্নস্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
পরবর্তী নিবন্ধশিক্ষক হস্তান্তর, সাইবার বুলিং ও গণমাধ্যম বিতর্কে অবস্থান জানাল চাকসু