চবি ফাইন্যান্স কমিটি ও সিন্ডিকেটের ৬০ তম যৌথ সভা

| শুক্রবার , ১৪ জুন, ২০২৪ at ৮:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স কমিটি (এফসি) ও সিন্ডিকেটের ৬০ তম যৌথ সভা গতকাল বৃহস্পতিবার উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মো. আবু তাহের। সভায় ২০২৩২৪ অর্থ বছরের সংশোধিত রাজস্ব বাজেট এবং ২০২৪২৫ অর্থ বছরের প্রাক্কলিত ৪৩৯ কোটি ১৬ লক্ষ টাকার রাজস্ব বাজেট অনুমোদন করা হয়। উপাচার্য বলেন, ‘আমি দায়িত্ব নেয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম এবং ভৌত অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছি। বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য শিক্ষাগবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছি যার ফলে ইতোমধ্যে দৃশ্যমান ফলাফল আসতে শুরু করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়নঅগ্রগতির এ ধারা অব্যাহত রাখতে তিনি বিশ্ববিদ্যালয়ের সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এফসি ও সিন্ডিকেটের যৌথ সভায় এফসি ও সিন্ডিকেট সদস্যবৃন্দের সুচিন্তিত মতামত ও সুপারিশ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অধিকতর সহায়ক ভূমিকা রাখবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় উপউপাচার্যদ্বয়, প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর, প্রফেসর আবু মুহাম্মদ আতিকুর রহমান, প্রফেসর (অবসরপ্রাপ্ত) . সুলতান আহমেদ, প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন, প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, . নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী, মোহাম্মদ আলী, মো. মোয়াজ্জেম হোসাইন, এস এম ফজলুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ উপস্থিত ছিলেন। সভায় অনলাইনে অংশগ্রহণ করেন সিন্ডিকেট সদস্য ড. মো. ওমর ফারুক। সভায় উপউপাচার্যদ্বয়, এফসি ও সিন্ডিকেট সদস্যবৃন্দ বাজেটের বিভিন্ন বিষয়ের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাঁদের মতামত পেশ করেন। সভায় হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) ও এফসি সচিব মো. আমিরুল ইসলাম বাজেট উপস্থাপন করেন এবং তা আগামী সিনেট সভায় পেশ করার জন্য অনুমোদন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে আইনি সহায়তা ও সচেতনতামূলক কর্মশালা
পরবর্তী নিবন্ধপরিবেশ সুরক্ষায় জোর নাছিরের