চবি প্রাণিবিদ্যার সুবর্ণজয়ন্তীর রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ল

চবি প্রতিনিধি | শনিবার , ১০ ডিসেম্বর, ২০২২ at ৮:৪২ পূর্বাহ্ণ

চবি প্রাণিবিদ্যা বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের জন্য বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা ৭ দিন বৃদ্ধি করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। গত বৃহস্পতিবার সুবর্ণজয়ন্তী কার্যনির্বাহী কমিটির আহ্‌বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, চবি প্রাণিবিদ্যা বিভাগের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের জন্য বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন গত ৬ নভেম্বর থেকে অনলাইনে শুরু হয়ে ৭ ডিসেম্বর শেষ হয়েছে। কিন্তু অনেক এলামনাই সদস্যের অনুরোধের প্রেক্ষিতে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্ট্রেশনের মেয়াদ আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবয়স কমায় পালংশাক
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সততার সাথে কাজ করতে হবে