চবি প্রাক্তনীদের পুনর্মিলনী ১২ সেপ্টেম্বর

| সোমবার , ৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী হবে আগামী ১২ সেপ্টেম্বর। গতকাল রোববার নগরীর একটি রেস্তোরাঁয় পুনর্মিলনীর বিভিন্ন দিক তুলে ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরী। তিনি বলেন, ১২ সেপ্টেম্বর বেলা আড়াইটা থেকে রাত সাড়ে সাড়ে ১১টা পর্যন্ত নগরীর জিইসি কনভেনশন সেন্টারে পুনর্মিলনী অনুষ্ঠান হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাক্তনীদের স্মৃতিচারণ, মিলনমেলা এবং প্রীতিভোজের আয়োজন থাকবে। খবর বিডিনিউজের।

ইতোমধ্যে তিন হাজার শিক্ষার্থী পুনর্মিলনীতে অংশ নিতে নিবন্ধন করেছেন এবং আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। অন্যদের মধ্যে পুনর্মিলনী আয়োজন কমিটির আহ্বায়ক মোহাম্মদ একরামুল করিম, সদস্য সচিব কামরুল হাসান হারুন, এমএ হালিমসহ অ্যাসোসিয়েশনের সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজুলুসে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
পরবর্তী নিবন্ধজীবনের প্রতি ক্ষেত্রে রাসুলের আদর্শ অনুসরণ করতে হবে