চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ও উপ–উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির চলমান আন্দোলনের জন্য নির্মিত স্থাপনা ক্ষতিগ্রস্ত করার প্রতিবাদ সমাবেশ করেছে চবি শিক্ষক সমিতি। গতকাল সোমবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আবদুল হক বলেন, প্রশাসন এমন একটি বিচারহীনতার অবস্থা তৈরি করে ফেলেছে যে, এখানে শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা কেউ নিরাপদ নয়। আবদুল হক বলেন, এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা এত ভঙ্গুর এবং এত বেশি নতজানু পর্যায়ে চলে গিয়েছে যে, এখানে যে কেউ যা কিছু করতে পারে। প্রশাসন এমন একটি বিচারহীনতার অবস্থা তৈরি করে ফেলেছে যে, এখানে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তারা কেউই নিরাপদ নয়। এত অদক্ষ এবং অগ্রহণযোগ্য প্রশাসন দিয়ে এত বড় বিশ্ববিদ্যালয় চালানো সম্ভব নয়। দ্রুত সময়ের মধ্যে এর একটা সমাধান দরকার। আর এর একমাত্র সমাধান হচ্ছে উপাচার্য ও উপ– উপাচার্যের পদত্যাগ। তাঁরা পদত্যাগ করলে বিশ্ববিদ্যালয় নিজের মানে ফিরে আসবে।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আলী আরশাদ চৌধুরী। এতে আরও বিভিন্ন বিভাগের শিক্ষকরা বক্তব্য রাখেন। প্রসঙ্গত, বিভাগীয় পরিকল্পনা কমিটির ‘না’ করা সত্ত্বেও বাংলা ও আইন বিভাগের বিতর্কিত শিক্ষক নিয়োগ নিয়ে গত বছরের ১৭ ডিসেম্বর থেকে আন্দোলন করে আসছে শিক্ষক সমিতি। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে বলে জানান নেতৃবৃন্দ।